আপনি কি আল্লাহর সাথে নিখুঁত সম্পর্ক রাখতে শিখতে চান? আমাদের ইনবক্স করুন |

ইঞ্জিল ডাউনলোড করুন অথবা পাঠ পরিকল্পনা শুরু করুন

আল্লাহ আমাদের পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমাদের সৃষ্টি করেছেন। সে আমাদের সাথে সম্পর্ক রাখতে চায়। কিন্তু আমাদের জীবনের গুনাহ আমাদের মাবুদ থেকে বিচ্ছিন্ন করেছে। এই বিচ্ছেদ আমাদের নিজের থেকে ঠিক করার কোন উপায় নেই। আমাদের মাবুদের সাহায্য প্রয়োজন. মাবুদ তাঁর রূহানিক পুত্র (পাক রূহ দ্বারা অলৌকিক ভাবে জন্ম নেয়া) ঈসাকে পাঠিয়েছেন আমাদেরকে তাঁর কাছে আনতে। আমরা মাবুদের কাছ থেকে অনেক দূরে চলে গেছি কিন্তু মাবুদ আমাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছেন।

কিন্তু যখন আমাদের নাজাতদাতা আল্লাহ্‌র রহমত ও মহব্বত প্রকাশিত হলতখন তিনি আমাদের নাজাত দিলেন। কোন সৎ কাজের জন্য তিনি আমাদের নাজাত দেন নি, তাঁর মমতার জন্যই তা দিলেন। পাক-রূহের দ্বারা নতুন জন্ম দান করে ও নতুন ভাবে সৃষ্টি করে তিনি আমাদের দিল ধুয়ে পরিষ্কার করলেন, আর এইভাবেই তিনি আমাদের নাজাত দিলেন।আমাদের নাজাতদাতা ঈসা মসীহের মধ্য দিয়ে তিনি খোলা হাতে পাক-রূহ্‌কে আমাদের দিলেন,যেন আমরা অনন্ত জীবনের আশ্বাস পেয়ে আল্লাহ্‌র সব কিছুর অধিকারী হই। এটা সম্ভব হয়েছে, কারণ আল্লাহ্‌র রহমতের মধ্য দিয়ে আমাদের ধার্মিক বলে গ্রহণ করা হয়েছে। (তীত 3:3)

মুনাজাত

প্রিয় বেহেস্তি আব্বা, আমি জানি আমি তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি। অনুগ্রহ করে আমাকে তাওবা করে অনুতপ্ত হতে এবং তোমার কাছে ফিরে আসতে সাহায্য করো। আমীন।

This site uses cookies to ensure you get the best experience.